চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষিত
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বখাটে মেহেদী উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের পূর্বপাড়ার ফরিদ আহম্মেদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকালে ওই মাদ্রাসাছাত্রী দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়।
এ সময় বখাটে মেহেদী তাকে জোর করে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও বখাটে মেহেদীকে আটক করে।
