শেখ হাসিনা সফলভাবে বন্যা করোনা আম্পান মোকাবেলা করছেন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীর সবাই বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে বন্যা, করোনা ও আম্পান মোকাবেলা করে চলেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা সবার কাছে আছেন, সবার পাশে আছেন। রোববার ঈদুল আজহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র নারী ও পুরুষের মধ্যে শাড়ি, শার্ট, মাস্ক বিতরণকালে তিনি এ কথা বলেন। এদিন মতিয়া চৌধুরী নিজের তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকূড়া, কাঁকরকান্দি, রূপনারায়নকুড়া, মরিচপুরান ও নালিতাবাড়ী ইউনিয়নের এক হাজার নারীকে একটি করে শাড়ি ও এক হাজার পুরুষ মানুষকে একটি করে শার্ট ও মাস্ক এবং নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ২ হাজার ৭০০ জনকে শাড়ি, শার্ট ও মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নালিতাবাড়ীর এসিল্যান্ড সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার।
