Logo
Logo
×

খবর

সড়কে দশ জেলায় নিহত ১৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সড়কে দশ জেলায় নিহত ১৫

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, কুড়িগ্রাম, ফরিদপুর ও মানিকগঞ্জে দু’জন করে এবং খুলনা, বগুড়া, শরীয়তপুর, পাবনা ও নওগাঁয় একজন করে মারা গেছেন। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের কাওলা এলাকায় বাসের ধাক্কায় নিহত হন জিয়াউর রহমান (৩০) নামে পুলিশের একজন এএসআই। আহত হন কনস্টেবল আতিয়ার রহমান। এর আগে দুপুর দেড়টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে বাসের ধাক্কায় নিহত হন আবদুর রাজ্জাক রাজু (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আরিফ (৩৫) নামে আরেকজন আহত হন।

রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইক গাছে ধাক্কা দিয়েছে। এতে এর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুর জামাদান্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক হোসেন ডলার (৩০)। তিনি বাঘা উপজেলার সোনাদহ গ্রামের জমির উদ্দিনের ছেলে।

খুলনা : বৃহস্পতিবার বিকালে নগরীর বয়রা পুলিশ লাইনের সামনে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইকচালক মফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তহমিনা ও সোহেল নামে দু’জন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করেছে পুলিশ।

ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় যাত্রীবাহী গাড়ির চাপায় আহত ইজিবাইকের দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন, রাজবাড়ী জেলার রঘুনন্দনপুর গ্রামের বলরাম বিশ্বাস (৪৩) ও মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামের বাকের মল্লিক (৫০)।

বগুড়া : আদমদীঘির বোয়ালা এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা ধাক্কায় আবদুল গফুর (৬৫) নামে এক ভিক্ষুক মারা গেছেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালী কালিকাপুর দক্ষিণপাড়ার এবারত আলীর ছেলে।

ডামুড্যা (শরীয়তপুর) : ডামুড্যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে সাইফ বয়াতি (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টা নাগাদ উপজেলার কনেশ্বর ইউনিয়নের সবার বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাইফ বয়াতি ডামুড্যা উপজেলার মাজির টেক এলাকার মন্টু বয়াতির ছেলে।

পাবনা : মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইট বোঝাই ট্রলির চাপায় সোনালী খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা আকিজ জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোনালী আতাইকুলা গাঙ্গহাটি এলাকার সাকিল হোসেনের স্ত্রী।

বাঘা (রাজশাহী) : বৃহস্পতিবার সকাল ৭টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসস্তপুর জামাদানি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। তার নাম ফারুক আহম্মেদ (৩২)। তিনি বাঘা উপজেলার সোনাদহ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

নওগাঁ : সাপাহারে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে শাহাবুদ্দীন ওরফে শাহু (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহাবুদ্দীন উপজেলার কৈকুড়ী গ্রামের সবদার আলীর ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী : কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ট্রাকচাপায় দুলাভাই শাহজাহান আলী ও তার শ্যালিকা নাজমা আক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাজীর মোড় এলাকার আবদুল মজিদের ছেলে এবং নাজমা নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নুরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় একঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা।

নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম