Logo
Logo
×

খবর

করোনা উপসর্গে চিকিৎসকসহ ১০ জনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা উপসর্গে চিকিৎসকসহ ১০ জনের মৃত্যু

সর্দি, জ্বর, কশি, শ্বাসকষ্ট, বুকব্যথা নিয়ে চিকিৎসক, ইউপি সদস্য ও সাবেক সেনাসদস্যসহ দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না, জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নড়াইল : নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. ইয়ানুর হোসেন বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি সদর পৌরসভার মাছিমদিয়া এলাকার মো. ইউনুস শেখের ছেলে।

বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টার মধ্যে এসব রোগীর মৃত্যু হয়।

কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডাক্তার মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার ফরিদ মাস্টার, শহরতলির বালুতুপা এলাকার আবুল কালাম আজাদ ও নগরীর নেউরা এলাকার ফারুক হোসেন মারা গেছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়া উপজেলায় ফায়েকুজ্জামান হাওলাদার নামে এক সাবেক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পূর্ণবতী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। ফায়েকুজ্জামান পূর্ণবতী গ্রামের জেনারুদ্দিন হাওলাদারের ছেলে।

ঝিনাইদহ : ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপা উপজেলার কবিরপুরের মো. বাদশা আলম। তিনি ঝিনাইদহ জেলা জজ আদালতে পেশকার পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ৫টায় ভর্তি করা হয় তাকে। ভর্তির কিছু সময় পরেই মৃত্যু হয় তার।

 

মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম