মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার ২৫ শতাংশ বেড়েছে
-স্বাস্থ্যমন্ত্রী
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার এখন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে বিশ্বে এখন মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার ৪০ শতাংশ, যেখানে বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানো হার ৬৫ শতাংশ।
রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, বর্তমানে করোনা ও বন্যার দুর্যোগের সময়ও বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানোতে মানুষকে উদ্বুদ্ধ করতে দেশের স্বাস্থ্য খাত নিরলস কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত শ্রমের ফলে বিশ্ব প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে পুরস্কৃত করেছে। এই করোনার মহামারীতেও দেশের স্বাস্থ্য খাতের সময়োচিত ভূমিকা গ্রহণের ফলে বিশ্বে করোনায় শনাক্ত বিবেচনায় মৃত্যুহার সবচেয়ে কম দেশগুলোর মধ্যে অন্যতম।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু-এনডিসি।
