Logo
Logo
×

খবর

ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে ২ ভাইয়ের মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে ২ ভাইয়ের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দ ভাটপাড়া দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত শফিউদ্দিনের দুই ছেলে ইউছুফ আলী (৩৮) ও ইয়াকুব আলী (৩০)।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, শনিবার বিকেলে গোসল শেষে ইয়াকুব আলী বাড়ির উঠানে টানানো জিআই তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুতায়িত হন। পরে তার বড় ভাই ইউছুফ আলী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুই ভাইকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম