Logo
Logo
×

খবর

তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচার

সরিষাবাড়ী মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ী মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান। ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার চার্জ গঠন করা হয়েছে। মঙ্গলবার গঠিত চার্জ আদালতে দাখিল করেছে পুলিশ। মেয়র ৪ আগস্ট তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে ফেসবুক লাইভে মানহানিকর বক্তব্য প্রচার করেন। পরে সরিষাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক। মামলার পর থেকে পলাতক রয়েছেন মেয়র।

জানা যায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন রুকুনুজ্জামান। নির্বাচিত হওয়ার পর থেকে পৌর পরিষদে একক আধিপত্য বিস্তার করেন তিনি। এতে ক্ষোভে ও অসন্তোষ দেখা দেয় কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। একপর্যায়ে মেয়র রুকুনুজ্জামানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ করেন ১২ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী। এতে ক্ষুব্ধ হন মেয়র। এসব নিয়ে সম্প্রতি পৌর কার্যালয় কাউন্সিলদের সঙ্গে মেয়র ও তার বহিরাগত ক্যাডারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কাউন্সিলররা ক্ষুব্ধ হয়ে দুর্নীতির অভিযোগে মেয়র রুকুনুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জানান।

একই অভিযোগে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র রুকুনুজ্জামানকে দল থেকে বহিষ্কার করে। এসব ঘটনার অন্তরালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের হাত রয়েছে বলে সন্দেহ করেন মেয়র। এরপর থেকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নানা সমালোচনা করে আসছেন মেয়র। এক পর্যায়ে ৪ আগস্ট রাত ৮টায় ‘মেয়র রুকন’ ফেসবুক আইডিতে ভিডিও লাইভ দেখার আহবান করে স্ট্যাটাস দেন মেয়র। লাইভে এসে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আক্রমণাত্মক, অসম্মানজনক ও ভীতি প্রদর্শনসহ মানহানিকর বক্তব্য দেন মেয়র রুকুনুজ্জামান।

মামলার পর সরিষাবাড়ী থানা ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষার (ফরেনসিক) জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখা সিআইডিতে পাঠায়। তদন্ত শেষে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চার্জ গঠন করেন সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন খান। সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির আদালতে চার্জশিট দাখিল নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম।

মুরাদ হাসান ডা. মুরাদ হাসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম