Logo
Logo
×

খবর

মনোহরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মনোহরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। শনিবার দুপুরে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। শিশু দুটি মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বেপারী বাড়ির প্রবাসী খোকন ও ভাই মাহবুবের ছেলে। খোকনের ছেলের নাম জিয়াদ (৯) এবং মাহবুবের ছেলের নাম সায়েদ (৭)।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, পানির বোতল নিয়ে পুকুর পাড়ে খেলতে যায় শিশু দুটি। একজনের মা ওদের পাহারা দিচ্ছিলেন। দু’জনকে খেলতে দেখে তিনি অন্য কাজে চলে যান। ফিরে এসে দেখেন তারা নেই। আশপাশ খোঁজার পর পুকুরের পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পরও একজন অন্যজনের হাত ধরা অবস্থায় ছিল। দুই শিশুর এ করুণ মৃত্যুর ঘটনায় ওই বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম