সাংবাদিকতায় উত্তরাঞ্চলের আলোকবর্তিকা বাটুল আর নেই
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরাঞ্চলের সাংবাদিকতার অলোকবর্তিকা, রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের প্রকাশক ও সম্পাদক, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জাতীয় পার্টির রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল আর নেই। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে দৈনিক দাবানলের ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু।
তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে জেলা প্রশাসন, রংপুর প্রেস ক্লাব, দৈনিক আমাদের প্রতিদিন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, শিখা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
