Logo
Logo
×

খবর

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

কুমিল্লায় ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভারত সীমান্তবর্তী সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ওই নারী থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক ইমাম হোসেন ইমন ওরফে মাইকেলকে গ্রেফতার করেছে।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার একবালিয়া গ্রামে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে তারই চাচাতো ভাই ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল কৌশলে নিজ গৃহে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে নির্যাতন ও ধর্ষণ করে। পরে ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ইমাম হোসেন পালিয়ে যায়। ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক কমলকৃষ্ণ ধর জানান, ধর্ষিতার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের দেয়া তথ্যের ভিত্তিতে মামলা রেকর্ড করেছি। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম