Logo
Logo
×

খবর

সিলেটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ মাস ধর্ষণ, গ্রেফতার ১

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ মাস ধর্ষণ, গ্রেফতার ১

সিলেটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগে আবদুল্লাহ মিয়া (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়ানইঘাট থানা পুলিশ। এক বিধবার মামলার প্রেক্ষিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুল্লাহ উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের প্রকাশ গ্রামের মো. আবদুর রবের ছেলে। গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, বিধবার সঙ্গে পরকীয়ার সূত্র ধরে গত ৬ মাস ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন আবদুল্লাহ। এলাকায় বিষয়টি জানাজানি হলে সালিশ বৈঠকও বসে। সালিশে ওই নারীকে বিয়ে করতেও বলা হয় আবদুল্লাহকে। কিন্তু তাতে রাজি হননি আবদুল্লাহ। এরপর ওই বিধবা থানায় লিখিত অভিযোগ করলে আবদুল্লাহ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে পাঠানোর কথা।

গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম