Logo
Logo
×

খবর

সিলেটে অবৈধভাবে আসা ৫৪টি ভারতীয় গরু-মহিষ আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ৫৪টি গরু-মহিষ আটক করেছে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা। পৃথক অভিযানে আটকদের মধ্যে রয়েছে ৪৭টি গরু ও ৯টি মহিষ।

বিজিবি জানায়, শনিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার টিপরাখলা, গৌরিশংকর ও গোয়াবাড়ী এলাকায় ক্যাম্প কামান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ছোট-বড় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করা হয়। তামাবিল কাস্টম কর্মকর্তার উপস্থিতিতে জৈন্তাপুর ক্যাম্পে নিলামের মাধ্যমে ৪৭টি গরু ও ৯টি মহিষ ৯ লাখ ৭২ হাজার টাকায় বিক্রি করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম