সিলেট জেলা আ’লীগের পদ বঞ্চিতদের পক্ষে প্রতিবাদ মিছিল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পাওয়া নেতাদের পক্ষে হাতেগোনা কয়েকজন ব্যানারে লেখা ‘বিরাট প্রতিবাদ মিছিল’ করেছেন। আবদুল হামিদ অভি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের পক্ষে নগরীতে প্রতিবাদ মিছিল হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে বিতর্কিত ব্যবসায়ী, বালু-পাথর খেকো, দুর্নীতিবাজ, বঙ্গবন্ধু হত্যার খুনি পরিবারের সদস্য দিয়ে প্রস্তাবিত খসড়া কমিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে প্রস্তাবিত খসড়া কমিটিতে সদস্য পদেও রাখা হয়নি। মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমদ হিরাকে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে রাখা হয়নি।
মিছিলে ছিলেন মাহবুবুল হক, রেজানুর রহমান সেলিম, নাজমুল ইসলাম মাছুম, ইয়াসিন সুমন, আওয়ামী হকার্স লীগের আহ্বায়ক রকিব আলী, মুক্তিযোদ্ধা সন্তান আবদুল হামিদ অভি, ফয়েজ আহমদ, মোতালিব আলী, শাহিনুর রহমান শাহিন, ছয়দুর রহমান, কবির মাহমুদ, জসীম উদ্দিন, নোমান আহমদ, সুমন আহমদ ও জুয়েল মির্জা।
