প্রধানমন্ত্রীর জন্মদিন
যুবলীগের দোয়া ও খাবার বিতরণ
যুগান্তর রিপোর্ট ও সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম দিন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর হযরত শাহ আলী (র.) মাজার মসজিদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং করোনাভাইরাস হতে দেশবাসীর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয় ও উত্তর মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এদিন বাদ আসর হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার পরিচালনায় দোয়া অনুষ্ঠানে সহসভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা যুবলীগের দোয়া মাহফিল : শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগ শুক্রবার বাদ জুমা নগরীর কালেক্টরেট মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, জেলা যুবলীগ নেতা মনোজ কাপালী মিন্টু, আনোয়ার আলী, শামস উদ্দিন শামস, রেজাউল ইসলাম রেজা প্রমুখ অংশ নেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুর ২টায় ক্বীন ব্রিজের নিচে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, আগামীকাল বৃক্ষরোপণ ও পরের দিন সোমবার প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা যুবলীগ।
প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়ার আয়োজন করবে মুক্তিযোদ্ধারা : এদিকে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কোরানে খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ। বঙ্গবন্ধু এভিনিউয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন থানা কমান্ডার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, খেতাবপ্রাপ্ত, শহীদ পরিবার ও যুদ্ধাহত কমান্ডের চেয়ারম্যান রাষ্ট্রীয় সম্মানী ভাতাপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাহমুদ পারভেজ জুয়েল, কমান্ডার মোশারফ হোসেন, হারুনর রশীদ জিল্লুর, আবুল বাশার, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।
