Logo
Logo
×

খবর

মিরপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু গ্রেফতার ১

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মিরপুরের লালকুঠি দ্বিতীয় কলোনিতে ছুরিকাঘাতে আহত ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ শুভ (২২) মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে শুভ হত্যার ঘটনায় পুলিশ রিংকু নামে এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শুভ পরিবার নিয়ে লালকুঠি দ্বিতীয় কলোনিতে থাকতেন। ১৫ সেপ্টেম্বর শুভ তার পরিচিত রিংকুকে সাভারে বেড়াতে নিয়ে যেতে চান। ওইদিন রিংকুর জন্মদিন থাকায় রিংকু যেতে রাজি হয়নি। এরপরও শুভ রিংকুকে তার সঙ্গে নিয়ে যেতে চাপ দেয়। এতে রিংকুর সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রিংকু ও তার সঙ্গীরা শুভকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে শুভ মারা যায়। দারুসসালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, শুভ আহত হওয়ার পর রিংকুসহ ৬ জনের নাম উল্লেখ করে দারুসসালাম থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর আমরা রিংকুকে গ্রেফতার করি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম