চট্টগ্রামে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে মা-বাবার সঙ্গে অভিমান করে প্রিতম বড়ুয়া (২২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকালে নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিকসংলগ্ন বিল্লাপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রিতম নগরীর শ্যামলী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। তিনি সিডিএ বিল্লাপাড়া এলাকার প্রনয় বড়ুয়ার ছেলে।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, বকা দেয়ায় অভিমান করে বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে প্রিতম।
