কালিহাতীতে সড়কে বিদ্যুৎস্পৃষ্ট ট্রাকের হেলপারের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিহাতীতে সড়কে বিদ্যুৎস্পৃষ্ট নাঈম ইসলাম (১৭) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে কালিহাতী বনবিভাগের পাশে সিলিমপুর সড়কে ভুসি ভর্তি ট্রাকের ওপরে ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হলে নাঈম ঘটনাস্থলেই মারা যান। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নিশ্চিন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, লাশ কালিহাতী থানার এসআই করিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
