কুমিল্লায় গোমতী নদী ও কার্জন খালে দুই লাশ
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় গোমতী নদী এবং বরুড়ার কার্জন খাল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ভাউকসার-একবাড়িয়া বাজার সড়কের মুগগাঁও কার্জন খাল থেকে বৃহস্পতিবার সুমন মিয়ার (৩৫) লাশ উদ্ধার হয়। আর কুমিল্লা নগরীর টিক্কাচর-জগন্নাথপুর এলাকায় গোমতী নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বরুড়া থানার এসআই মেহেদী হাসান জানান, উপজেলার মুগগাঁও এলাকার কার্জন খালে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়। সুমন মিয়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। তিনি গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, বিকালে জেলেরা নগরীর টিক্কাচর ব্রিজ এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। অর্ধগলিত লাশের শরীরে গেঞ্জি ও লুঙ্গি ছিল। ওসি বলেন, কাছেই সীমান্ত, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। তার শরীরে পৈতার সুতা লাগানো আছে। লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
