Logo
Logo
×

খবর

কুমিল্লায় শিক্ষিকা ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় শিক্ষিকা ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

২০১৫ সালে কুমিল্লার বরুড়ায় এক স্কুল শিক্ষিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ মো. জাহিদুল কবির এই আদেশ দেন। এই মামলার একমাত্র আসামি রাশেদুল ইসলাম রাজিব পলাতক রয়েছে।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মিজানুর রহমান চৌধুরী জানান, ২০১৫ সালের ১৪ নভেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার হরিশপুরে বাবার বাড়ি থেকে ওই শিক্ষিকাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ১৬ নভেম্বর একই উপজেলার কাকৈরতলা গ্রামের আবদুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম রাজিবকে আসামি করে মামলা করে ভিকটিমের বড় ভাই। মামলার সূত্র ধরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

দীর্ঘ তদন্ত ও সাক্ষীগ্রহণ শেষে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এই রায় দেন।

মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম