|
ফলো করুন |
|
|---|---|
মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল লাইফের মধ্যে চুক্তি
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি চুক্তি হয়। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের পক্ষে মূখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি, ডব্লিউ, এম. মোর্তজা, আদিল রায়হান ও শামীম আহমেদ, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অফ মোবাইল ব্যাংকিং ডিভিশন (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান এফসিএ, এভিপি ও হেড অফ মার্কেটিং ডিভিশন (ভারপ্রাপ্ত) তপন জেমস রোজারিও এবং ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, এসইভিপি ও মূখ্য আর্থিক কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, কাজী মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মানিগ্রাম রেমিট্যান্স পেমেন্ট সেবা চালু করল ব্যাংক এশিয়া
বিশ্বের ২০০ এর অধিক দেশ থেকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রেরিত টাকা নির্দিষ্ট গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংক এশিয়া লিমিটেড চালু করলো মানিগ্রাম রেমিট্যান্স পেমেন্ট সেবা। মঙ্গলবার ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এ সেবার উদ্বোধন করেন। রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মানিগ্রামের কান্ট্রি হেড মতিউর রহমান, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন ও এসএম ইকবাল হোছাইন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
ডিবি অফিসের নতুন কার্যালয়ের নির্মান কাজে এক্স সিরামিক্স গ্রুপের (এক্স ইনডেক্স কোম্পানিজের অঙ্গ প্রতিষ্ঠান) পক্ষ থেকে এন্টি স্লিপ টাইলস্ প্রদান করা হয়। এক্স ইনডেক্স কোম্পানিজের পক্ষ থেকে এন্টি স্লিপ টাইলস্ প্রদান করেন বদরুজ্জামান চৌধুরী (হেড অব এইচ আর অ্যান্ড এডমিন)। অনুষ্ঠানে মো. মাহবুব আলম (যুগ্ন পুলিশ কমিশনার, ডিবি, ডিএমপি) ও মো. আবদুল আহাদ (ডি সিডি বি, ডি এম পি) উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
৩৮তম বিসিএসে নন-ক্যাডারে ১ম শ্রেণি পদে সুপারিশের ফলাফল প্রকাশ
৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির [৯ম গ্রেড] পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০[সংশোধিত বিধিমালা-২০১৪] বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের একাদশতম বিশেষ সভায় ৫৪১ জন প্রার্থীকে নন ক্যাডার ১ম শ্রেণির [৯ম গ্রেড] পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট-এ পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।
মুক্তিযোদ্ধা বজলুর রহমানের স্মরণ সভা
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াঁজো কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ এমপি। প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য। সংবাদ বিজ্ঞপ্তি।
