Logo
Logo
×

খবর

তিন ইন্টারনেট কর্মীসহ সড়কে নিহত ১১

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

তিন ইন্টারনেট কর্মীসহ সড়কে নিহত ১১

আট জেলায় সড়কে ১১ জন নিহত হয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে তিন ইন্টারনেট সার্ভিসকর্মী, সিরাজগঞ্জের তাড়াশে দুই চালক, বরিশালে মসজিদের ঈমাম, নওগাঁর ধামইরহাটে মাদ্রাসা শিক্ষক, জয়পুরহাটের কালাইয়ে ভ্যান চালক, যশোরের ঝিকরগাছায় এক শিল্পী, বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাইসাইকেল আরোহী নিহত হন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে সোমবার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহেদ (১৬), রায়হান (১৬) ও আল-আমিন (১৭) নামে তিন ইন্টারনেট সার্ভিসকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিঅ্যান্ডটি এলাকার পাঠান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। জাহেদের বাবার নাম নান্টু মিয়া, রায়হানের বাবা আ. কুদ্দুছ ও আল-আমিনের বাবার নাম আবুল কালাম। অটোরিকশাটি জব্দ ও এর চালক মনির গাজীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার খালকুলায় আলুবোঝাই একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর চর জব্বার থানার কাভার্ডভ্যানচালক আইয়ুব আলী (২৮) ও রাজশাহীর বাঘা থানার ট্রাকচালক জামিরুল ইসলাম (৪৩)।

বরিশাল : বরিশালের উজিরপুরের গুঠিয়ায় বাস চাপায় আবদুল গনি হাওলাদার (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া পূজা নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছে। নিহত গনি গুঠিয়া ইউনিয়ন পরিষদ মসজিদের ঈমাম ছিলেন।

নওগাঁ : ধামইরহাটে ট্রাক্টরের চাপায় মজনুর রহমান (৩৯) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নয়াপুকুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি হরীতকীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সাহাপুর দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

জয়পুরহাট ও কালাই : কালাইয়ের শিমুলতলিতে সোমবার সকালে ঢাকাগামী কোচের ধাক্কায় লবীর উদ্দিন (৫২) নামে ধানবাহী অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত লবীর উপজেলার আওড়া গ্রামের মৃত বসমতুল্লার ছেলে।

যশোর : ঝিকরগাছায় পিকআপের চাপায় সোলাইমান হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোহর মিয়া ও আবু হাসান নামে দুই পথচারী। সোমবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের মল্লিকপুরের ধাবড়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সোলাইমান পরিবহনে চিত্রাংকনের কাজ করতেন।

বগুড়া : নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সিহাব উদ্দিন (১৪) নামে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্র মারা গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শেখের মাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। সিহাব ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফেরদৌস আলীর ছেলে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় রাজু (১৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া স্লুইসগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু কিশোরগঞ্জের মিঠামইন থানার মুশুরিয়া এলাকার জিয়া উদ্দিনের ছেলে।

নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম