কুমিল্লায় নিখোঁজ যুবকের গলাকাটা লাশ চাঁদপুরে
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার যুবক সিদ্দিকুর রহমানের (৩৫) গলাকাটা লাশ মিলেছে চাঁদপুরে শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের রাজাপুরা গ্রামে। পুলিশ ড্রামের ভেতর থেকে মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে। সিদ্দিক কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কাজীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
শাহরাস্তি থানার ওসি (তদন্ত) আবদুল মান্নান জানান, ওই যুবক ৯ নভেম্বর বিকাল ৫টায় নিখোঁজ হয় বলে জানতে পারি। মঙ্গলবার সকালে কুমিল্লা সদর থানায় জিডি হয়।
তিনি আরও বলেন, যুবকের মা লুৎফুন্নাহার মুঠোফোনে জানিয়েছেন সিদ্দিকুর রহমান দুটি বিয়ে করেছেন। এর মধ্যে প্রথম স্ত্রীকে ২ মাস আগে তালাক দিয়েছেন। ওই স্ত্রীর পাওনা কাবিনের টাকাসহ সবকিছু শনিবার পরিশোধ করা হয়েছে। এক মাস আগে সিদ্দিক আরেকটি (দ্বিতীয়) বিবাহ করেন। তবে হত্যার কারণ তিনি (মা) বলতে পারেননি।
