Logo
Logo
×

খবর

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলি আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। আসামি মাসুম বিল্লাহ জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

২০১৬ সালের ২০ এপ্রিল মাসুম তার স্ত্রী আসমা আক্তারকে হত্যা করে। নিহত আসমা একই উপজেলার কাশিপুর গ্রামের আনা মিয়ার মেয়ে। সূত্র জানায়, মাসুম বিল্লাহ গোপনে আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের বছরখানেক পরে আসমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এরপর তাকে বাড়িতে তুলে নেয়ার জন্য স্বামীকে সে চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় মাসুম। এ ঘটনায় আসমার বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ২০১৬ সালের ২১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন।

যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম