Logo
Logo
×

খবর

সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রাহেনা। তিনি উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের কুতুব উদ্দিনের (২৮) স্ত্রী এবং নন্দীরগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের শফিক মিয়ার মেয়ে। এ ঘটনায় গৃহবধূর স্বামী কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

হতভাগ্য রাহেনার পিতা শফিক মিয়া জানান, বুধবার রাত সাড়ে ৯টায় রাহেনার স্বামী আমাকে ফোনে জানায়, রাহেনা গলায় দড়ি দিয়ে মারা গেছে।

পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি বাড়ির পূর্ব পাশে চালতা গাছের ডালে রাহেলার লাশ ঝুলছে। লাশ দেখেই আমার সন্দেহ হয়। ফলে আমি আইনের সহায়তা নিচ্ছি। তাদের ৩ বছরের একটি মেয়ে আছে। তবে আটক কুতুব উদ্দিন অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, পারিবারিক বিষয়ে ঝগড়াঝাটি হলেই সে সবসময় আত্মহত্যার হুমকি দিত। আমার আর কিচ্ছু জানা নেই।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলীপ কান্ত নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ বলেন, ঝুলন্ত অবস্থায় রাহেনার লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম