Logo
Logo
×

খবর

চট্টগ্রামে মুদ্রা বেচাকেনার নামে জালিয়াতি

চক্রের দুই সদস্য গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বৈদেশিক মুদ্রা বেচাকেনার নামে অভিনব কায়দায় জালিয়াতির অভিযোগে চট্টগ্রামে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হল- মো. জাহান হোসেন প্রকাশ সুমন (২৮) ও মো. জয়নাল আবেদীন (৩৪)। বুধবার রাতে তাদের নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, নগরীর কাজীর দেউড়ি মোড়ে সিএনজি অটোরিকশাচালক সুমন কয়েকটি বিদেশি নোট দেখিয়ে মোহাম্মদ হোসেইন নামে এক পথচারীর কাছে জানতে চান এসব নোট কোথায় ভাঙানো যাবে। এ সময় সুমনের আরও তিন-চারজন সহযোগী এসে নোটগুলোর প্রতিটির মূল্য ২২ হাজার টাকা হবে জানিয়ে প্রতিটি ১৫ হাজার টাকা দরে দু’টি নোট কিনে নিয়ে যায়। তাদের চালাকি বুঝতে না পেরে ফাঁদে পা দেন পথচারী মোহাম্মদ হোসেইন। তিনি লাভবান হবেন ভেবে ৬০ হাজার টাকায় চারটি নোট কিনে নেন। পরে বাসায় গিয়ে বুঝতে পারেন এগুলো ওমানের মুদ্রা এবং প্রতিটির মূল্য বাংলাদেশি টাকায় ২২ টাকা।

পরে তিনি প্রতারণার বিষয়টি পুলিশকে জানালে কোতোয়ালি থানা পুলিশের একটি দল স্টেশন রোড এলাকা থেকে সিএনজি চালক সুমন ও হালিশহর এলাকা থেকে তার সহযোগী জয়নালকে গ্রেফতার করে। জয়নালের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে নিরীহ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম