Logo
Logo
×

খবর

‘সৈনিক ক্লাব’ সিনেমা হলের প্রজেক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর

Icon

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঐহিত্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ফিল্ম ও টেলিভিশন বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি পুরনো ও ঐহিত্যবাহী ৩৫ মি.মি. প্রজেক্টর হস্তান্তর করা হয়েছে। ঢাকা সেনানিবাসের ‘সৈনিক ক্লাব’ সিনেমা হলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষ থেকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ্লবিদ্যালয়ের প্রতিনিধি দলের কাছে প্রজেক্টরটি হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে প্রতিনিধি দলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এসএম আনোয়ারা বেগম, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ ওহিদুজ্জামান এবং ফিল্ম ও টেলিভিশন অনুষদের চেয়ারম্যান প্রফেসর জুনায়েদ হালিম উপস্থিত ছিলেন। আইএসপিআর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম