ছাতকে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ
মায়ের আঙুল কেটে ও হাত ভেঙে দিয়েছে বখাটেরা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের ছাতকে স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাকে শ্লীলতাহানি, হাত ভেঙে ও আঙুল কেটে দিয়েছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কৈতক হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগরে শনিবার বিকালে ওই নারী তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় বের হন। এ সময় গ্রামের আবদুল মন্নানের ছেলে আনোয়ার ও মসই আলীর ছেলে মিন্টু মিয়া স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীরা হামলা চালিয়ে স্কুলছাত্রীর মায়ের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। তারা ওই নারীকে শ্লীলতাহানি, হাত ভেঙে ও আঙুল কেটে দিয়েছে। হামলায় গ্রামের রহমত আলীর ছেলে সুজন মিয়াও আহত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোববার আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শামছুল আরেফীন। থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
