হোমনা থানায় মামলা
ধর্ষণে ব্যর্থ হয়ে শিক্ষিকাকে ঝলসে দিল ৬ লম্পট
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জেলার হোমনায় স্থানীয় এক কিন্ডারগার্টেনের শিক্ষিকাকে রোববার গণধর্ষণে ব্যর্থ হয়ে গরম দুধ ঢেলে দিয়ে তার মুখমণ্ডল ঝলসে দিয়েছে এলাকার ৬ লম্পট। আহত অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে সোমবার রাতে হোমনা থানায় মামলা করেছেন।
এতে আসামি করা হয়েছে উপজেলার দড়িকান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে বেদন মিয়া (৫০), বাসার মিয়ার ছেলে ইমন মিয়া (২০), রাকিব ও শিমন মিয়া (১৯), রব মিয়ার ছেলে আলমগীর হোসেন (১৮), সুলতান মিয়ার ছেলে নূরনবীকে (২০)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী শিক্ষিকা যুগান্তরকে বলেন, ‘রোববার আমি ঘরে রান্না করছিলাম। সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা ঘরে প্রবেশ করে আমাকে একা পেয়ে পেছন থেকে জাপটে ধরে। বাধা দিলে ওরা আমাকে মারধর শুরু করে। আসামিরা আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি করে ও ধর্ষণের চেষ্টা চালায়। আমার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এলে চুলা থেকে গরম দুধের পাতিল আমার ওপর ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে আমার চেহারা ঝলসে যায়।’ হোমনা থানার ওসি (তদন্ত) আমিনুর রসুল বলেন, শিক্ষিকার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
