কুড়িগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে স্ত্রী পিংকী খাতুন শিল্পীকে বালিশ চাপা দিয়ে হত্যা মামলায় স্বামী রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় দেন। রাসেল পলাতক।
সূত্র জানায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন হাতেম আলীর মেয়ে পিংকী খাতুনের সঙ্গে পাশের বাঁশজানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোলায়মানের ২০১১ সালে বিয়ে হয়। কিছুদিন পর ছাড়াছাড়ি হয়ে যায়। এর কিছুদিন পর পাশের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার সংলগ্ন সাইফুর রহমানের ছেলে রাসেলকে পিংকী পালিয়ে বিয়ে করেন।
দেড় বছর সংসার করার পর যৌতুকের জন্য স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালায় রাসেল। একপর্যায়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন জানান, আসামি রাসেল হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে এই রায় দেয়া হল। রায়ে আমরা সন্তুষ্ট।
