চাকরিজীবীদের বিনা সুদে ঋণ দেবে ইন্সট্যান্টসেলারিজ

  
১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আলেশা সলিউশনস লিমিটেড নিয়ে এসেছে instantsalaries.com। যার লক্ষ্য হলো সহজলভ্য ও সুদমুক্ত ঋণের সুযোগ তৈরি করে দেওয়া। instantsalaries.com হলো একজন ঋণগ্রহীতার জরুরি অর্থনৈতিক প্রয়োজনের সমস্যা সমাধানের লক্ষ্যে ০% সুদে এবং দেশের পিয়ার টু পিয়ার লোন প্রদানকারী প্লাটফর্ম। এর মূল লক্ষ্য চাকরিজীবীদের সহায়তা করা। অধিকন্তু দেশের চাহিদা ও মানবিক প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে অন্যান্য সুবিধা দেওয়া। এই লক্ষ্যকে কেন্দ্র করে গ্রাহক instantsalaries ব্যক্তিগত তথ্যসম্পন্ন কাগজপত্র জমা দিয়ে অত্যন্ত সহজভাবে ১০০% অনলাইনভিত্তিক যাচাই-বাছাই হয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঋণ গ্রহণ করবে। চাকরিজীবীদের সাময়িক আর্থিক সমস্যার জন্য নির্ভরযোগ্য এবং হাতের মুঠোয় সহজলভ্য একটি সমাধান InstantSalaries.com। একবার সদস্য ভেরিফাইড/অনুমোদিত হওয়ার পর গ্রাহক যতবার ইচ্ছা ততবার ঋণ গ্রহণ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন