কুড়িগ্রামে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের কপি উন্মোচন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১৯৭৩ সালের ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ভাষণের পাঠ, মুদ্রিত কপির উন্মোচন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ জাদুঘর ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাষণের কপি উন্মোচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রামে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা বীর-প্রতিক আব্দুল হাই, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মীর্জা নাসির উদ্দিন, উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
