বানিয়াচংয়ে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাওরে ধর্ষণ করা হয়েছে। খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া ইউনিয়ন ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক গৃহবধূ। নরসিংদীর পলাশে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। পটুয়াখালীর দুমকিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ ও বানিয়াচং : বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বাড়ি থেকে বুধবার রাত ১০টায় এক কিশোরীকে তুলে হাওরে নিয়ে ধর্ষণ করেছে দুজন। এ ঘটনায় ওই দিন রাতেই আইয়ুব আলী ও সোহেল মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সদস্যরা। ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, এ ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উভয়পক্ষের বক্তব্যে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
রামগড় (খাগড়াছড়ি) : স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এক গৃহধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। মেম্বার মহিউদ্দিনের বিরুদ্ধে ও গৃহবধূ একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা করেছেন রামগড় থানায়। মামলার পরপরই মেম্বার ও মেম্বারের লোকজনের হুমকিতে ওই গৃহবধূ ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান গৃহবধূর বাবা ও মামলার বাদী।
পলাশ (নরসিংদী) : পলাশে বন্ধুদের সহায়তায় এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন ও আরিফ মিয়া নামের দুই যুবককে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান হোসেন ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়ার রাজু মিয়ার ছেলে ও আরিফ মিয়া ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাউশখালী গ্রামের আনিছ মিয়ার ছেলে।
দুমকি (পটুয়াখালী) : দুমকিতে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামি জামাল সিকদারকে আটক করেছে দুমকি থানা পুলিশ। এ ব্যাপারে বুধবার রাতে দুমকি থানায় কিশোরীর মা মামলা করেন। পুলিশ অভিযুক্ত জামাল সিকদারকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে।
