কুমিল্লায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ ২ লাশ উদ্ধার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার সদর দক্ষিণে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও দাউদকান্দিতে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গন্ধমতি এলাকার কাজী ভিলা থেকে শনিবার দুপুরে ওই বিজিবি সদস্য নূরুল ইসলাম মিয়াজীর (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তিনি দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মিয়াজী বাড়ির আদম মিয়াজীর ছেলে। কোটবাড়ির ওই বাড়িতে ভাড়া বাসায় তিনি থাকতেন। পুলিশের ধারণা তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হুদা জানান, এর পেছনে কোনো রহস্য আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে দাউদকান্দিতে মহাসড়কের পাশে তোষকে মোড়ানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া মোড় এলাকায় শনিবার লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যার পর ফেলে গেছে দুর্র্বৃত্তরা। স্থানীয় লোকজন শনিবার সকালে তোষকে মোড়ানো লাশটি দেখে পুলিশকে খবর দেয়। দাউদকান্দি থানার ওসি
মো. নজরুল ইসলাম বলেন, লাশটি রক্তাক্ত ছিল।
