Logo
Logo
×

খবর

ইসরাইলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ: জিএম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইসরাইলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, ইসরাইলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ইসরাইলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরাইলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী। জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের আরও বলেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

জিএম কাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম