Logo
Logo
×

খবর

আজ সিনিয়র সচিব মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ২৯ জুন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। তিনি হাসপাতালে থাকা অবস্থায় গত বছর ১৪ জুন সিনিয়র সচিবের মর্যাদা পান। এ পর্যন্ত জনপ্রশাসনে করোনায় মৃত্যুবরণকারী সর্বোচ্চ কর্মকর্তা তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার ছোট ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মরহুমের স্মরণে আজ ভার্চুয়াল আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া কর্মসূচি পালন করা হবে। পারিবারিক উদ্যোগেও তার গ্রামে দোয়ার আয়োজন করা হয়েছে।

মোহসীন চৌধুরী ১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্ম নেন। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসাবে যোগ দেওয়ার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন মোহসীন চৌধুরী। সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে তিনি সুনাম অর্জন করেন।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর ছয় ভাইয়ের মধ্যে চারজন সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত। সবার বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক (সিসিএফ) পদে অবসরে গেছেন। পরের জন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। কবি কামাল চৌধুরী বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক। মোহসীন চৌধুরীর পরের জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। তার পরের দুই ভাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম