Logo
Logo
×

খবর

বরিশালের করোনা পরিস্থিতি মনিটরিংয়ে টাস্ক ফোর্স কমিটি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশাল বিভাগে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব অলিউল্লাহকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব এবং বরিশাল গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে। শুক্রবার বিকালে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, আমরা কাজ শুরু করেছি। প্রতি মুহূর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যে কোনো সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অতিরিক্ত করোনা রোগীর চাপ সামাল দিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ১০ হাজার লিটারের আরও একটি সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হলে নতুন স্থাপিত ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের অক্সিজেন দেওয়া হবে।?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম