শেরপুরে ১২ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ
চার জেলায় আরও ৪ জন ধর্ষণের শিকার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে ১২ বছরের শিশুকে দুই বখাটে পালাক্রমে ধর্ষণ করেছে। সদর উপজেলার ধলা ইউনিয়নে পাঞ্জরভাঙ্গা উলুকান্দা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এছাড়া চার জেলায় তরুণীসহ ৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে নেত্রকোনার মদনে তরুণী, ঢাকার ধামরাইয়ে গৃহবধূ, চুয়াডাঙ্গার জীবননগরে স্কুলছাত্রী ও বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ রয়েছেন। এদিকে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধর্ষণ মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
শেরপুর : অভিযুক্ত ওই দুই বখাটে হচ্ছে একই গ্রামের তমছের আলীর ছেলে ফুরকান আলী (২০) ও হারেজ আলীর ছেলে শাহীন মিয়া (১৮)। ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই শিশু বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। ওই সময় ওই দুই বখাটে ওৎ পেতে থেকে ভিকটিমকে হাতমুখ বেঁধে পাশের একটি পতিত ধান খেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিম শিশুটি তার বাবা-মাকে সব ঘটনা বলে। শুক্রবার সকাল থেকে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে শুক্রবার দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ওসি মনসুর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা শুক্রবার ধর্ষক জাহাঙ্গীরের (২২) বিরুদ্ধে অভিযোগ করেছেন। জাহাঙ্গীর উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার বলেন, এ ব্যাপারে ভিকটিমের মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল করার হুমকি দিয়ে এক গৃহবধূকে আবারও ধর্ষণ করতে গিয়ে আটক হয়েছে এক ধর্ষক। উপর্যুপরি গণধোলাইয়ের পর ওই ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। ওই ধর্ষকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন মামলা করা হয়েছে। ওই ধর্ষককে শুক্রবার ভার্চুয়াল আদালতে পাঠানো হলে তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের ছেলে কুতুব উদ্দীন তাকে ৭ মাস আগে ধর্ষণ করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার স্কুলছাত্রীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন। ওইদিন রাতেই অভিযুক্ত ধর্ষক কুতুব উদ্দিন বিপুলকে (৪৫) পুলিশ গ্রেফতার করে।
বগুড়া ও শেরপুর : বগুড়ার শাজাহানপুরে ফেসবুকে প্রেম হওয়ার পর দেখা করতে এসে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ওই দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় শাজাহানপুর থানা পুলিশ ও র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছেন। ধর্ষণের দৃশ্য ধারণ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামিরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকার আলম মিয়ার ছেলে গোলাম রাব্বী (১৯), তার বন্ধু একই উপজেলার ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৯), রহিমাবাদ এলাকার আবদুল মান্নানের ছেলে আরেফিন (২৫) ও মো. নিশাত (২১)।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে দুই ধর্ষককে গ্রেফতার করেছে। এরা হলো- উপজেলার ভেংড়ী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম হোসেন (৬০) এবং মৃত নুর কবিরের ছেলে ওমর আলী (৫০)। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি, গাঁজা ব্যবসায়ী এবং ডাকাতসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে। তাদের কুমিল্লার জেলহাজতে পাঠানো হয়েছে।
