স্বাস্থ্যমন্ত্রীর পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রয়াত পিতা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটির মেয়র কর্নেল এ মালেকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌর-মেয়র মো. রমজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।
