বিচার দাবিতে সাংবাদিক শামছুর রহমান হত্যার বার্ষিকী পালন
যশোর ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এবারও বিচার দাবির মধ্যদিয়ে যশোরের সাংবাদিক শামছুর রহমান হত্যার ২১তম বার্ষিকী পালিত হয়েছে। প্রেস ক্লাব যশোরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকরা উপস্থিত হয়ে কালো ব্যাজ ধারণ করেন। পরে শোক র্যালি নিয়ে যশোর কারবালা কবরস্থানে গিয়ে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাংবাদিক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন-প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদ পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাইদ আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।
২০০০ সালের ১৬ জুলাই রাতে সাংবাদিক শামছুর রহমান খুন হওয়ার পর ২০০১ সালে সিআইডি এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।
