Logo
Logo
×

খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ফের উত্তেজনা

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ আহত ৫

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার চারদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- একই গ্রামের মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। এদের মধ্যে মিনারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল বলেন, খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন ও মুন্সি বাড়ির হৃদয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় কয়েকজন আহত হন। এই নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পাইলে ব্যবস্থা নেব। উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার ফাইনালের এ ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। এতে ফাইনালের দিন এ জেলায় কোনো অঘটন ঘটেনি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম