Logo
Logo
×

খবর

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ব্যাংক বন্ধ ১ ও ৪ আগস্ট

২, ৩ ও ৫ আগস্ট লেনদেন সকাল ১০টা-বেলা ২টা ৩০

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্যাংক বন্ধ ১ ও ৪ আগস্ট

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু দিনের সংখ্যা কমানো হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধের মধ্যে ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। ২৫ জুলাই থেকে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হচ্ছে। আগে সপ্তাহে শুধু রোববার ব্যাংক বন্ধ থাকত। আগামী সপ্তাহে দুদিন বন্ধ থাকবে। আজ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে যেসব শাখা খোলা রাখার নিয়ম রয়েছে সেগুলো খোলা থাকবে। বিশেষ করে বন্দরসংশ্লিষ্ট শাখাগুলো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খোলা রাখতে হবে।

সূত্র জানায়, বিধিনিষেধের মধ্যে ব্যাংকে যাওয়ার অজুহাত দেখিয়ে অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন বলে বন্ধ রাখার সময় এক দিন বাড়ানো হলো। ৫ আগস্টের পর বিধিনিষেধের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয় তার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সার্কুলার জারি করবে।

বাংলাদেশ ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম