ঝিনাইদহে সেনা টহল পরিদর্শনে ৫৫ পদাতিক ডিভিশন জিওসি
প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সোমবার ঝিনাইদহ জেলার পায়রা চত্বরে ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন। পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এ সময় তিনি টহল কার্যক্রমে নিয়োজিত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। করোনাকালীন লকডাউন বাস্তবায়নে সম্মুখসারির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা ঝিনাইদহে নিয়মিত টহল পরিচালনা করছেন। টহল পরিচালনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে ও বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে। পরিদর্শনকালীন আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, কমান্ডার, ৮৮ পদাতিক ব্রিগেড, লে. কর্নেল মো. মোর্শেদুল হাসান, অধিনায়ক, ২ ই বেঙ্গল, মো. মুজিবুর রহমান, জেলা প্রশাসক ঝিনাইদহ, মুনতাসিরুল ইসলাম প্রমুখ। আইএসপিআর।
