ময়মনসিংহে তিনজনসহ সড়কে ১২ প্রাণহানি
ময়মনসিংহে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারে নারীসহ দুজন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃদ্ধ, রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর, পটুয়াখালীর গলাচিপা ও ঝিনাইদহে একজন করে, চট্টগ্রামের আনোয়ারা ও নেত্রকোনার পূর্বধলায় দুই মোটরসাইকেল আরোহী এবং বরিশালের মুলাদীতে শিশুর প্রাণ গেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ চায়নামোড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ত্রিশাল উপজেলার সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)।
কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও চান্দের ঘোনায় শুক্রবার বিকালে বাসচাপায় অটোরিকশা চালক ও একজন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন অটোরিকশা চালক মো. জিসান ও যাত্রী তাসলিমা আক্তার।
গোমস্তাপুর : গোমস্তাপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত মুসলিম (৯০) গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামের বাসিন্দা। গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নুহু স্ট্যান্ড এলাকায় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী : গোদাগাড়ীতে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ফিরোজ হোসেন (১৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার ঠিকাদার সেরাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন। কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের শুলিতলায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী দক্ষিণ ও গলাচিপা : গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ব্যক্তির নাম সুশান্ত শীল (৪৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা ও উলানিয়া হাইওয়ে রোডের রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারায় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (২৪) বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে। উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা : পূর্বধলা উপজেলায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী আশরাফ বিশ্বাস (৪৫) ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণডহর বাজারের ধান-চালের ব্যবসায়ী।
ঝিনাইদহ : ঝিনাইদহে বাসচাপায় নিহত তরিকুল ইসলামের বাড়ি বড়াই গ্রামে। দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বড়াই নামক স্থানে শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি একজন দিনমজুর। আহদের মধ্যে তার স্ত্রী রয়েছেন।
মুলাদী (বরিশাল) : মুলাদীতে পিকআপ চাপায় নিহত শিশু নীরব (১৩) দড়িচর লক্ষ্মীপুর গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে। সে কারখানা থেকে রুটি নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করত। পৌর সদরে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহে তিনজনসহ সড়কে ১২ প্রাণহানি
যুগান্তর ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারে নারীসহ দুজন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃদ্ধ, রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর, পটুয়াখালীর গলাচিপা ও ঝিনাইদহে একজন করে, চট্টগ্রামের আনোয়ারা ও নেত্রকোনার পূর্বধলায় দুই মোটরসাইকেল আরোহী এবং বরিশালের মুলাদীতে শিশুর প্রাণ গেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ চায়নামোড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ত্রিশাল উপজেলার সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)।
কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও চান্দের ঘোনায় শুক্রবার বিকালে বাসচাপায় অটোরিকশা চালক ও একজন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন অটোরিকশা চালক মো. জিসান ও যাত্রী তাসলিমা আক্তার।
গোমস্তাপুর : গোমস্তাপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত মুসলিম (৯০) গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামের বাসিন্দা। গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নুহু স্ট্যান্ড এলাকায় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী : গোদাগাড়ীতে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ফিরোজ হোসেন (১৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার ঠিকাদার সেরাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন। কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের শুলিতলায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী দক্ষিণ ও গলাচিপা : গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ব্যক্তির নাম সুশান্ত শীল (৪৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা ও উলানিয়া হাইওয়ে রোডের রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারায় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (২৪) বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে। উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা : পূর্বধলা উপজেলায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী আশরাফ বিশ্বাস (৪৫) ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণডহর বাজারের ধান-চালের ব্যবসায়ী।
ঝিনাইদহ : ঝিনাইদহে বাসচাপায় নিহত তরিকুল ইসলামের বাড়ি বড়াই গ্রামে। দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বড়াই নামক স্থানে শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি একজন দিনমজুর। আহদের মধ্যে তার স্ত্রী রয়েছেন।
মুলাদী (বরিশাল) : মুলাদীতে পিকআপ চাপায় নিহত শিশু নীরব (১৩) দড়িচর লক্ষ্মীপুর গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে। সে কারখানা থেকে রুটি নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করত। পৌর সদরে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023