শাজাহানপুরে গ্রামবাংলার ঘোড়দৌড় প্রতিযোগিতা

 বগুড়া ব্যুরো 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বগুড়ার শাজাহানপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর উপজেলার ঢাকন্তা গ্রামে এ প্রতিযোগিতা দেখতে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয় একতা সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলার বিভিন্ন এলাকার ২৪টি ঘোড়া এতে অংশ নেয়।

প্রতিযোগিতার আগে ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ রতনের সভাপতিত্বে ও সমাজসেবক আবদুল্লাহেল কাফি সরকারের সঞ্চালনায় আলোচনা সভা হয়। সেখানে বক্তব্য দেন বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, সমাজসেবক আবদুল মজিদ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামীম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ বক্তব্য দেন।

প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ উপস্থিত হন। এ উপলক্ষ্যে বসে গ্রামীণ মেলা। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, প্রাচীন খেলার অন্যতম ঘোড়দৌড় খেলাটিও প্রায় বিলুপ্তির পথে। তাই ঢাকন্তা গ্রামের তরুণরা এই ঘোড়দৌড় খেলার আয়োজন করেছেন। দেশের যুব সমাজ আধুনিকতার ছোঁয়ায় আজ তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি ভুলে যেতে বসেছে। আমাদের সংস্কৃতি তাদের সামনে তুলে ধরতেই যুব সমাজের এ ধরনের উদ্যোগ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন