বাপ্পি লাহিড়ী বলতেন আমি পাবনার সন্তান
আখতারুজ্জামান আখতার, পাবনা
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর পৈতৃক বাড়ি বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। তিনি কখনো পাবনায় না এলেও বিভিন্ন অনুষ্ঠানে বলতেন ‘আমি বাংলাদেশের পাবনার সন্তান’।
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে পাবনার ফরিদপুরসহ জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর শিবজিত নাগ বলেন, বাপ্পী লাহিড়ীর সঙ্গে আমাদের পাবনার যোগসূত্র রয়েছে। উনার মা-বাবা উভয়ের আদি নিবাস এই পাবনা। শহরের গোপালপুরের লাহিড়ী বাড়ির বাসিন্দারা উনাদের ঘনিষ্ঠজন।
যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাংস্কৃতিক সতীর্থদের উদ্ধৃতি দিয়ে প্রফেসর শিবজিত নাগ আরও বলেন, ২০০৮ সালে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠনগুলোর ফেডারেশন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডালাস শহরে। ওই সম্মেলনে বাপ্পী লাহিড়ী এসেছিলেন আমন্ত্রিত শিল্পী হিসাবে। সেই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশের পাবনার সন্তান’ এ পরিচয় দিতে গিয়ে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রফেসর নাগ জানান, বাপ্পি লাহিড়ীর পাবনায় আসার কোনো তথ্য নেই। তবে তার বাবা অপরেশ লাহিড়ী একাধিকবার পাবনায় এসেছেন। তিনি শহরের জুবিলী ট্যাংকপাড়ায় আত্মীয়ের বাড়িতে উঠতেন।
ঢাকায় অবস্থানরত পাবনার ফরিদপুরের বিশিষ্ট লেখক ও গবেষক মহিউদ্দিন ভুঁইয়া বলেন, বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী ১৯৪৭-এর আগেই কলকাতায় চলে যান। ফরিদপুরের গোপালনগরে গৌড়ি প্রসন্ন মজুমদার ও অপরেশ লাহিড়ীর বাড়ি পাশাপাশি ছিল। এখনো ওই পরিবারের আত্মীয়স্বজন গোপালনগরে আছে। তাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী বাবলু লাহিড়ী রয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন।
