Logo
Logo
×

খবর

খুলনায় মাটির নিচ থেকে ১১০৫টি কার্তুজ উদ্ধার

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

খুলনা নগরীতে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ১০৫টি থ্রি নট থ্রি রাইফেলের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় মৌলভীপাড়া টিভি বাউন্ডারি রোডের পশ্চিম পাশে একটি বাড়ির পেছনে পরিত্যক্ত জমি থেকে এসব কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পরিত্যক্ত জমিটির দেওয়ালের কাছে ভবন নির্মাণের জন্য মাটি খনন করা হচ্ছিল। এ সময় মাটির চার ফুট নিচে নিষ্ক্রিয় ও কাদামাটি মেশানো অবস্থায় কার্তুজ পাওয়া যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক হাজার ১০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। বর্তমানে সেগুলো খুলনা থানার মালখানায় জমা রাখা হয়েছে।

নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম জানান, কোদাল দিয়ে মাটি অপসারণকালে একটি লোহার বাক্স বের হয়ে আসে। এর ভেতর কার্তুজগুলো রক্ষিত ছিল। তিনি ভয় পেয়ে বাড়ির মালিককে খবর দিলে তিনি থানায় ফোন দেন। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, এগুলো যাচাই-বাছাই করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম