ফের সূর্যকে ছুঁইল নাসার পার্কার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব ফের একবার ছুঁয়ে ফেলেছে সূর্যকে। সৌরকণার উত্তাপ অনুভব করে ওই মহাকাশযান জানান দিয়েছে, এই উষ্ণতা প্রায় ৭৬০ ডিগ্রি সেলসিয়াসের সমান। পার্কারের মাধ্যমে আসলে সূর্যের কাছাকাছি পৌঁছনোই একমাত্র লক্ষ্য। নতুন করে সূর্যের কাছাকাছি গিয়ে ঘনঘনে তাপ অনুভব করেছে পার্কার। সূর্য কীভাবে গঠন হয়েছে, সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কীভাবে কাজ করে তা গভীরভাবে বোঝার জন্যই এই মহাকাশযান পাঠায় নাস। ১১তম বারের জন্য যানটি সূর্যের একদম কাছাকাছি চলে যায়।
