সেলিম ও দেলোয়ারের শাহাদতবার্ষিকী আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্রলীগ নেতা এইচএম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেনের ৩৮তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে তারা শহিদ হন। দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেন, ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনের ফলে দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। তিনি শহিদ ছাত্রনেতা সেলিম ও দেলোয়ারের রুহের মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সেলিম ও দেলোয়ারসহ যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তিনি বলেন, আবারও আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের জনগণ ভোট ও ভাতের অধিকার ফিরে পায়।
