অভয়নগরে ফোনে ডেকে নিয়ে পায়ের রগ কর্তন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের অভয়নগরে মোহম্মদ সমীর (৪০) নামে এক ঘাট সর্দারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাতে উপজেলার নওয়াপাড়া নদীবন্দর এলাকায় এ. হোসেন ঘাটে এ ঘটনা ঘটে। সমীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
চিকিৎসাধীন সমীর মোবাইল ফোনে জানান, আমি বন্দর এলাকায় কাওছার ঘাটে সর্দার হিসাবে কর্মরত আছি। এছাড়া বিভিন্ন জাহাজে কাঠের সিঁড়ি ভাড়া দিয়ে থাকি। শনিবার রাত আনুমানিক ৮টায় এক লোক মোবাইল ফোনে জাহাজের মাস্টার পরিচয়ে দুটি সিঁড়ি ভাড়া নেওয়ার কথা বলে নোনাঘাটে আসতে বলে। সিঁড়ি নিয়ে ঘাটে পৌঁছে কাউকে না পেয়ে এ. হোসেন ঘাটে যাই। এ সময় ৪-৫ মুখোশধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার বাম পায়ের রগ কেটে পালিয়ে যায়। স্থানীয় শ্রমিকরা জানায়, শনিবার রাতে ঘাট সর্দার সমীরকে রক্তাক্ত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভয়নগর থানার এএসআই আহসান হাবিব জানান, মোহাম্মদ সমীর নামে এক ঘাট সর্দারের ওপর হামলার ঘটনায় তার ভাই মোহাম্মদ সোহেল অভিযোগ করেছেন।
