Logo
Logo
×

খবর

ফেন্সী হত্যার বিচার দাবিতে চাঁদপুরে মানববন্ধন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, ফরিদগঞ্জ উপজেলার গল্লাক কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। শহরের শপথ চত্ব¡র এলাকায় রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপক মাসুদা নূর।

জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আয়শা রহমান লিলি, কাউন্সিলর আয়শা রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক কাউন্সিলর খালেদা খানম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা হাসান শ্যামলী, কানিজ ফাতেমা কবিতা, তপতী কর প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে জানানো হয়, প্রধান খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এ খুনের বিচার দ্রুত বাস্তবায়ন চাই।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম